পূর্বের বিজ্ঞপ্তি বাতিল, বশেমুরবিপ্রবি প্রশাসনের নতুন সিদ্ধান্ত

বশেমুরবিপ্রবি টুডেঃ করোনা পরিস্থিতিতে অফিস-আদালত খুললেও ১৫ জুনের পূর্বে খুলছে না গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

শুক্রবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ মে ইউজিসি কতৃক জারিকৃত পত্রে প্রেক্ষিতে ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। বশেমুরবিপ্রবি প্রশাসন কতৃক জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করা হল।

এর আগে ২৮মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দাপ্তরিক কার্যক্রম ফ্যাকাল্টি প্রধান/বিভাগীয় প্রধান/দপ্তর প্রধান এর পরিচালনার জন্য আগামী ২ জুন থেকে সীমিত আকারে পরিচালিত হবে। এজন্য সংশ্লিষ্ট ফ্যাকাল্টি প্রধান/বিভাগীয় প্রধান/দপ্তর প্রধানগণ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

তবে ক্লাস,পরীক্ষা এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে- বিজ্ঞপ্তিতে যোগ করা হয়।

Scroll to Top