পৃথিবী তুমি সেরে যাও

তাসফীর ইসলাম (ইমরান)


উড়ে যায় স্বাধীন দু শালিক
শপিংমল, রাস্তাঘাট রোজ একা
মরে যায় আরও একটা দিন
ব্যালকনিতে কফিকাপ রাখা।

দেওয়ালের গায়ে জমে কথা
বাতাসে শুকনো নীরবতা
এ শহর ঘুমিয়ে আছে তাও
পৃথিবী, তুমি সেরে যাও ।

ভরে যায় লেখায়, এপিটাফ
সিঁড়ির পাশে ছায়ারা কথা বলে
ভেঙে যায় আরও, পোর্সেলিন
হেডলাইনে মৃত্যু বেড়ে চলে।

দেওয়ালের গায়ে জমে কথা
বাতাসে শুকনো নীরবতা
এ শহর ঘুমিয়ে আছে তাও
পৃথিবী, তুমি সেরে যাও ।

Scroll to Top