তাসফীর ইসলাম (ইমরান)
উড়ে যায় স্বাধীন দু শালিক
শপিংমল, রাস্তাঘাট রোজ একা
মরে যায় আরও একটা দিন
ব্যালকনিতে কফিকাপ রাখা।
দেওয়ালের গায়ে জমে কথা
বাতাসে শুকনো নীরবতা
এ শহর ঘুমিয়ে আছে তাও
পৃথিবী, তুমি সেরে যাও ।
ভরে যায় লেখায়, এপিটাফ
সিঁড়ির পাশে ছায়ারা কথা বলে
ভেঙে যায় আরও, পোর্সেলিন
হেডলাইনে মৃত্যু বেড়ে চলে।
দেওয়ালের গায়ে জমে কথা
বাতাসে শুকনো নীরবতা
এ শহর ঘুমিয়ে আছে তাও
পৃথিবী, তুমি সেরে যাও ।