প্রতিশ্রুতি | তাজমিন রহমান

প্রতিশ্রুতি | তাজমিন রহমান

নিখিলেশ,
এবার যে তোমার আমাকে শাড়ী -চুড়ি কিনে দেবার কথা ছিল
তুমি কি ভুলে গেছো!!
কিন্তু তা কি করে হয়?
তুমি তো ভুলো মনা নও।।

মনে আছে সেদিন বলেছিলে-
এবার বৈশাখে তোমায় নিয়ে রিকশায় করে সারা শহর ঘুরবো
আমি বলেছিলাম রিকশায় কেন?!
তুমি হেসে কবির ভাষায় বললছিল-রিকশায় ওঠায় একটা রাজকীয় ভাব আছে, মাথা উচু করলেই আকাশ দেখতে পাওয়া ।।

কিন্তু নিখিলেশ,,তুমি তো এলে নাহ
আমার আর রাজকীয় ভাবে আকাশ দেখা হলো নাহ।।

তোমার মনে আছে সেদিন বলেছিলে- এবার শ্রাবনে তোমায় নিয়ে সিরাজ মামার দোকানে ইলিশ খিচুড়ি খেতে যাবো
তুমি এটাও বলছিলে আমি যেনো কাচের চুড়ি পড়ি
আমি বলেছিলাম কাচের চুড়ি কেন??
সদাহাস্য তুমি বলেছিলে-খিচুড়ির গন্ধে আর চুড়ির শব্দে মুহূর্তটাকে বাচিয়ে রাখতে চাই অনন্তকাল।।

কিন্তু তুমি কি বেচে আছো??শ্রাবণ তো চলে গেছে,ফুরিয়ে গেছে খিচুড়ির গন্ধ
চুরি গুলো ভেঙে পড়ে আছে ধুলোতে
তবু তুমি এলে নাহ।।

নিখিলেশ, ,
শরৎ কালের কথা মনে আছে তো??
কাশফুল প্রকৃতির নিয়মে ফুটে আবার ঝরে গেছে
তবু তোমার সাথে নৌকা ভ্রমণ আর জোসনা বিলাস হলো না।
তুমি কবে আসবে নিখিলেশ??

মনে আছে এবার শীতে আমাদের পাহাড়ে যাবার কথা ছিল
যেখানে মেঘ পাহাড়ের বুকে নেমে আসতো,
কুয়াশা ভেজা মেঘগুলো নাকি তুলোর মত!!
কিন্তু আমার যে কিছুই দেখা হলো নাহ
কিভাবে মেঘ পাহাড়ের বুকে নেমে আসে
কুয়াশা ভেদ করে সূর্যের কাচা রোদ আমার দেখা হলো নাহ এবারেও

শীত পেরিয়ে বসন্ত এলো
নিখিলেশ তুমি কি সব ভুলে গেছো??
ভুলে গেছো আমার অপেক্ষার কথা
বসন্ত ফুরিয়ে যাচ্ছে, সাথে ফুরিয়ে যাচ্ছে আমার জীবন
তোমার দেওয়া সব প্রতিশ্রুতির ভারে আমি নুয়ে পড়েছি।

নিখিলেশ,
তুমি মাতৃভূমির আজ্ঞা পালন করে তবেই না হয় এসো
এই অদৃশ্য যুদ্ধ শেষ হলে তবেই না হয় এসো।।
তবু তুমি এসো নিখিলেশ, তবু তুমি এসো।


তাজমিন রহমান
ফোকলোর স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *