প্রথম বাংলাদেশী হিসেবে পিবিএস বৃত্তি পেলেন সিকৃবি শিক্ষার্থী রকি

সিকৃবি টুডে: প্রথম বাংলাদেশী শিক্ষার্থী হিসাবে এউএসএ থেকে পোল্ট্রি সাইন্স এসোসিয়েশন (পিবিএস) বৃত্তি পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের (ডিভিএম) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আলম রকি।
আজ বৃহস্পতিবার সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার তাঁর কার্যালয়ে রকির হাতে বৃত্তির) চেক তুলে দেন। যা ২৫০০ ডলার’র (বাংলাদেশী টাকায় প্রায় ২ লক্ষ টাকা।
পোল্ট্রির পরজীবী রোগের উপর ১০ সপ্তাহের ইন্টার্নশিপে কৃতিত্বপূর্ণ সাফল্য লাভ করায় তাকে এই বৃত্তি প্রদান করা হয়। যার তত্ত্বাবধানে ছিলেন প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম।
শামসুল আলম রকি সিকৃবিতে ভেটেরিনারি অনুষদে ২১ তম ব্যাচে ভর্তি হন। বর্তমানে তিনি ভেটেরিনারি অনুষদে ডিভিএম’র শেষ বর্ষে ইন্টার্নশিপ করছেন।
শামসুল আলম রকি বলেন, ‘এই বৃত্তি আমাদের ফ্যাকাল্টি তথা সিকৃবির জন্য একটা ভালো দিক, আশা করি পরবর্তীতে প্রতিবারই আমাদের ফ্যাকাল্টি থেকে জুনিয়ররা এই বৃত্তি পাবে।’
উল্লেখ্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের ৫ জন তরুণ পোল্ট্রি সাইন্টিস্টদের পোল্ট্রি শিল্প উন্নয়নে গবেষণামূলক কাজ করার জন্য এই বৃত্তি প্রদান থাকে ইউএসএ’র পিবিএস ফাউন্ডেশন। যার মধ্যে এবছর একমাত্র বাংলাদেশী তরুণ সাইন্টিস্ট হিসাবে রকি এই বৃত্তি অর্জন করেন। এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে একজন বিদেশী শিক্ষার্থী (নেপাল) এই বৃত্তি পেয়েছিলেন।
চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি ও এনিম্যাল বায়োমেডিক্যাল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. আবু হেনা মোস্তাফা কামাল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মিঠু চৌধুরী প্রফেসর ড. এটিএম মাহবুব ই ইলাহী, প্রফেসর ডঃ জামাল উদ্দিন ভূঞা, প্রফেসর ড. মাহফুজুর রহমান ও সহকারী অধ্যাপক ড. রিয়েল দত্ত।
#দ্যা ক্যাম্পাস টুডে
#শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *