প্রাথমিক শিলা কাকে বলে? উত্তরঃ প্রাথমিক শিলা, যা ইংরেজিতে “Igneous rock” নামে পরিচিত, হচ্ছে এমন এক ধরনের শিলা যা ম্যাগমা বা লাভার শীতল হয়ে জমাট বাঁধার ফলে গঠিত হয়। ম্যাগমা হলো পৃথিবীর ভূগর্ভে অত্যন্ত গরম ও গলিত শিলাময় পদার্থ, যা পৃথিবীর ভূপৃষ্ঠে উঠে আসলে লাভা নামে পরিচিত। প্রাথমিক শিলাগুলি দুই প্রধান প্রক্রিয়ায় গঠিত হতে পারে:
- আগ্নেয়গিরি প্রক্রিয়া (Volcanic Process): যখন ম্যাগমা পৃথিবীর ভূপৃষ্ঠে লাভা হিসেবে উঠে আসে এবং শীতল হয়ে জমাট বাঁধে, তখন যে শিলা তৈরি হয়, তাকে অ্যাগনেইক বা আগ্নেয়গিরি প্রাথমিক শিলা বলে।
- প্লুটনিক বা গভীর পৃষ্ঠ প্রক্রিয়া (Plutonic or Intrusive Process): যখন ম্যাগমা পৃথিবীর ভূগর্ভের মধ্যে শীতল হয়ে জমাট বাঁধে এবং ক্রমে শিলা গঠন করে, তখন তৈরি হওয়া শিলাকে প্লুটনিক বা অন্তর্গত প্রাথমিক শিলা বলে।
প্রাথমিক শিলাগুলি ভূতাত্ত্বিক সময়ের দীর্ঘ প্রক্রিয়ায় পরবর্তীতে পরিবর্তনশীল শিলা (Metamorphic rocks) অথবা অবসাদী শিলা (Sedimentary rocks) তে পরিণত হতে পারে। প্রাথমিক শিলার গঠন পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস এবং ভূমির গঠন প্রক্রিয়াকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ।