প্রেমিক হতে চাই
কোনো এক বৃষ্টিমুখর রাতে দোলনচাঁপা হাতে
যদি আমার অবাধ দরজায় কেউ আঘাত হেনে
ব্যস্ত সুরে বলে,’হে প্রেমিক একটু জায়গা হবে?’
আমি মনের সমস্ত বিষ্ময় চোখের পাতায় চাপা দিয়ে
সকল জিজ্ঞাসা শয্যার একপাশে চাদরে চেপে রেখে-
আমি অপরিচিতার সম্মুখে গিয়ে দাঁড়াব হাস্য পৃষ্টে।
অতঃপর একটি মিথ্যে বলবো তাকে,নিশ্চয় হবে।
আমার জীর্ণ কুঠিরের ছাদ ফেরে জল ঝরে শয্যা ভিজে;
তবুও আজন্ম সাধ কেউ ভাঙা ঘরে বসতে আসুক,
আমায় ‘প্রেমিক’ বলে মৃদু সুরে ডাকুক লজ্জাভরে।
আমারও যে আজ প্রেমিক হতে বড্ড ইচ্ছে করে।
জুয়েল রানা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়