পড়াশোনা অব্যাহত রাখতে এইচএসসি পরীক্ষার্থীদের অটোপ্রমোশন: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

মহামারি কারণে যেহেতু এ বছর এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না, তাই পড়াশোনাটা অব্যাহত রাখতে অটোপ্রমোশনের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইটনা মিঠামইন অষ্টগ্রাম অলওয়েদার সড়ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মহামারিতে ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী আজ স্থবির অর্থনীতি। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাদের ছোট্টছোট্ট বাচ্চারা স্কুলে যেতে পারছেনা, ছেলেমেয়েরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। তাদের পড়াশোনার ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারপরও আমরা তাদের পড়ালেখাটা যাতে চলামান থাকে সেজন্য নানান উদ্যোগ নিচ্ছি।

তিনি আরও বলেন, মহামারির কারণে আমরা এইচএসসি পরীক্ষা নিতে পরছিনা। তাই তাদের টেস্ট কিংবা ক্লাসের পরীক্ষাগুলো নিয়ে ফল দিতে ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

তাদের প্রমোশনটা দিয়ে দেয়া হবে যাতে তারা পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। পড়াশোনা অব্যাহত রাখতে সংসদ টিভির মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে বলেও এসময় জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *