ফরিদপুর মেডিকেলের নতুন নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল’

ক্যাম্পাস টুডে ডেস্ক: ফরিদপুর মেডিকেল কলেজ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর নাম এখন থেকে এই দুটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল।

বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরের গত ১৭ মার্চ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ফরিদপুর মেডিকেল কলেজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই একটি আলোচনা সভা ডেকে সর্বসম্মতিক্রমে কলেজটির পরিবর্তিত নামকরণের বিষয়ে এই সিদ্ধান্ত হয়।

এর আগে এ বছরের ১৮ ফেব্রুয়ারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান নাম পরিবর্তনের বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কাছে আবেদন করেছিলেন।

Scroll to Top