ফাইনাল ইয়ারের রেজাল্ট, অনলাইনে ভাইবা নেওয়ার নির্দেশ : উপাচার্য

 

 

 

 

ক্যাম্পাস টুডে ডেস্ক

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বিভাগে অনলাইনে ভাইভা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।তিনি বলেন, ‘অনার্স ফাইনাল, মাস্টার্স ফাইনালে যাদের ভাইবা বাকি রয়েছে তাদের ভাইভা অনলাইনে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এমন ৩-৪ টা বিভাগ রয়েছে যাদের ভাইভা নিলে রেজাল্ট দেওয়া যাবে।’

অন্যান্য পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, ‘আপাতত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অনলাইনে সেমিস্টার পরীক্ষা নিচ্ছে না।’
এছাড়া ভর্তি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, এটা এখনও আনসারটেইন, ডিসেম্বর মাসে এইচএসসি রেজাল্ট দেওয়া হচ্ছে দেখা যাক কি হয়’।

Scroll to Top