ফেইসবুক আইডি হ্যাকড ক্রিকেটার সাইফউদ্দিনের

খেলাধুলা টুডেঃ-    মোহাম্মদ সাইফউদ্দিনের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস অলরাউন্ডার। তার ব্যক্তিগত ফেসবুক এবং ইন্সটাগ্রাম আইডি হ্যাকড হয়েছে। শুক্রবার সাইফউদ্দিনের ভেরিফায়েড অফিসিয়াল পেজ থেকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে আইডিগুলো ফিরে পাওয়ার আগ পর্যন্ত অপ্রত্যাশিত মেসেজ আদান-প্রদানের ক্ষেত্রে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।

ফেইসবুক পেইজের পোস্টটি ছিল  “মোহাম্মদ সাইফুদ্দিন এর ব্যক্তিগত ফেসবুক এবং ইন্সটাগ্রাম আইডি হ্যাকড !! আইডি গুলো ফিরে পাওয়ার আগ পর্যন্ত অপ্রত্যাশিত মেসেজ আদান প্রদান এ সতর্ক থাকার অনুরোধ রইল”।

আসছে ভারত সফরে বাংলাদেশ টি-টুয়েন্টি দল থেকে ছিটকে গেছেন সাইফউদ্দিন।সাইফ মেরুদণ্ডের মারাত্মক চোট বয়ে বেড়াচ্ছেন। পিঠের ইনজুরি  পুরোপুরি সুস্থ হতে তাকে অন্তত দুই থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হএ।এ জন্য তাকে লম্বা সময়ের জন্য বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

Scroll to Top