ফের আগুন লেগেছে সুন্দরবনে

ক্যাম্পাস টুডে ডেস্কঃ

আজ বেলা ১১টার দিকে সুন্দরবনের দাসের ভারানী টহল ফাঁড়ির বনে আগুন লাগে বলে খবর পাওয়া গেছে।

দুইদিন আগে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসেরভারানী টহল ফাঁড়ির বনে সোমবার সকালে আগুন লেগেছে। আনুমানিক দুই একর বনাঞ্চলজুড়ে এ আগুন বিস্তৃতি লাভ করে।

সেদিন সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনের বেশ কিছু জায়গাজুড়ে আগুন জ্বলছে। আগুনে বনের শুকনো লতা পাতা গুল্ম পুড়ে যাচ্ছে। ধোয়ায় ব্যাপক জায়গা আচ্ছন্ন হয়ে পড়ছে।

আগুন নিয়িন্ত্রনের কাজে নিয়োজিত সিপিজি টিম লিডার লুৎফর রহমান বলেন, ” সুন্দরবনের ২৪ নং কম্পার্টমেন্টের অনেক জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এ সময় বাতাসের তীব্রতা বেশি থাকার কারনে আগুন দ্রুত আশে পাশে ছড়িয়ে পড়ে। আমরা যথাসাধ্য আঘুন নেভানর চেষ্টা চালাচ্ছি।”

Scroll to Top