ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম ‘গ্লো অ্যান্ড লাভলি’!

লাইফস্টাইল টুডে


ত্বক ফর্সা করার ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলির নাম পরিবর্তন করে নতুন ‘গ্লো অ্যান্ড লাভলি’ নামে এখন ক্রিমটি বাজারে পরিচিত পাবে। অন্যদিকে পুরুষদের জন্য ইউনিলিভারের ত্বক ফর্সাকারী ক্রিমের নাম ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ বদলে হচ্ছে ‘গ্লো অ্যান্ড হ্যান্ডসাম’।

গত বৃহস্পতিবার(০২ জুলাই) বহুজাতিক এই ব্যবসায় প্রতিষ্ঠানটির ভারতীয় শাখা ঘোষণা দেয়, তাদের বহুল বিক্রিত ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ‘ফেয়ার’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এখন থেকে এই প্রসাধনী সামগ্রীটির নতুন নাম ‘গ্লো অ্যান্ড লাভলি’।

উল্লেখ্য গত মাসে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার পর বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। এর জের ধরেই ইউনিলিভার তাদের রঙ ফর্সা করার ক্রিমের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

Scroll to Top