বই মেলায় মাসুমের চিরবিদায় স্টোর

সাগর দে


একুশে বইমেলা -২০২১ শুরু হয়েছে গত ১৮ মার্চ থেকে। আর এ বই মেলায় স্থান পেয়েছে নোয়াখালী সরকারি কলেজের ‘দর্শন’ বিভাগের শিক্ষার্থী – তরুণ লেখক ও দ্য ক্যাম্পাস টুডের সাহিত্য সহ-সম্পাদক নুরুল করিম মাসুম -এর নতুন গল্প গ্রন্থ ‘চিরবিদায় স্টোর’। বিসর্গ প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।

এরই মধ্যে বইটির প্রি-অর্ডার চলছে দেশের বেশ কিছু অনলাইন শপ – DAAK ডট কম বিডি রকমারি.কম – এ। বইটি দূরের পাঠকেরা DAKK বা রকমারি থেকে সংগ্রহ করতে পারবে।

সে সাথে বইমেলার প্রথম দিন থেকেই পান্ডুলিপি প্রকাশের ‘৫৫৬’ স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য যে- মাসুমের জন্ম কুমিল্লা জেলার লাকসামে। শৈশবের কল্পনাসক্ত এবং বিস্ময়কর এক মোহ থেকে কৈশোর কালে তার লিখালিখির শুরুটা কবিতা দিয়ে। তবে পাশাপাশি গল্প, প্রবন্ধ লিখার মাধ্যমে মানুষের বৈচিত্র্যময় জীবন যুক্তির সংমিশ্রণে তুলে আনতে চেষ্টা করেন তার কলমের স্পর্শে।

বইটির রকমারি ও ডাক অর্ডার লিংক:

http://www.daak.com.bd
https://www.rokomari.com/book/210943/chirobiday-store

Scroll to Top