বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিল পাস

ক্যাম্পাস টুডে ডেস্ক


জাতীয় সংসদে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিল, ২০২০ বিল সংশোধিত আকারে পাস হয়েছে।

আজ( বুধবার) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিল পাসের প্রস্তাব করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিলে এ বিশ্ববিদ্যালয় স্থাপন, পাঠদান প্রক্রিয়া, চ্যান্সেলর, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্টার, ডীনসহ শিক্ষক, কর্মকর্তা নিয়োগ, প্রশাসন পরিচালনা, তহবিল, বাজেট, হিসাবসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দষ্ট বিধান করা হয়েছে।

বিলের ওপর বিরোধী দলীয় কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

প্রসঙ্গত, এরআগে গত ৩০ ডিসেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কিশোরগঞ্জে প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়সহ নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *