‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ’নামে ইন্সটিটিউটের অনুমোদন দিল ঢাবি

ক্যাম্পাস টুডে ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ নামে একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন পেয়েছে সিন্ডিকেট সভায়।

গত বুধবার ঢাবি উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া  হয়।

গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ব’লেন, মুজিববর্ষের মধ্যেই এই ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ‌(শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল এটি প্রতিষ্ঠার জন্য।

Scroll to Top