ক্যাম্পাস টুডে ডেস্ক
তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় সড়কের পাশে থাকা বাঁশের সঙ্গে মোটর-সাইকেল ধাক্কায় রাসেল মোল্লা নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন ।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত রাসেল মোল্লা ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে। এতে আহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার মাজেদুল গাজী, মনিরামপুর উপজেলার হুমায়ূন বিশ্বাস।
জানা যায়, শনিবার ৩ বন্ধু মোটর-সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। খুলনার ফুলতলা উপজেলারগাড়াখোলায় সড়কের পাশে থাকা বাঁশের ধাক্কায় তাঁরা ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক রাসেল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ওসি মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “এ দুর্ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”