আবু সাঈদ আল জিহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বন্ধুদের সাথে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পদ্মা নদীতে মিঠুন নামে এক যুবক ডুবে নিখোঁজ হওয়ার ৩ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টার দিকে মাছধরা নৌকা থেকে পড়ে সে নিখোঁজ হয় এবং দুপুর ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মৃত যুবক পাঁকা ইউনিয়নের দক্ষিন পাঁকার তেররশিয়া গ্রামের মো: এখলেসের ছেলে মিঠুন (১৬)। সে পাঁকা নারায়নপুর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে গতবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেন পাঁকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো: রমজান আলী। তিনি জানান, স্থানীয়রা ৩ঘন্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে পদ্মা নদী থেকে মিঠুনের লাশ উদ্ধার করে।
মিঠুনের পিতা এখলেস জানান, বেলা ১১ টার দিকে মিঠুন সহ ৪ জন পদ্মা নদীতে মাছ ধরতে যায়। নৌকা থেকে তারা নদীতে জাল ফেলার সময় জালের সাথে ৪ জন পড়ে গেলে মিঠুনের ৩ সহযোগী সাঁতরে নৌকায় উঠতে পারলেও মিঠুনের কোন খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা মিঠুনকে মৃত উদ্ধার করে।