বন্যায় প্লাবিত স্কুল মাঠে নৌকা বাইচ!

গোপালগঞ্জ টুডে


করোনার কারণে স্কুল কলেজ বন্ধ ,তার উপর বন্যা। এই বন্যার পানিতে টইটম্বুর স্কুল মাঠ। তাই বন্ধ রয়েছে খেলাধুলা। আর এই সংকট সময়টাতেই আনন্দ-ফূর্তির অংশ হিসাবে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ। এমন ব্যতিক্রমী নৌকা বাইচের আয়োজন করেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের যুবকরা।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে কাশিয়ানী উপজেলার পারুলিয়া স্কুল মাঠের পানিতে ব্যতিক্রমী এ নৌকা বাইচের অংশ নেয় স্থানীয় ২৫-৩০টি ডিঙি নৌকা। একে অপরকে হারিয়ে দেওয়ার চেষ্টায় গোলবারের ভেতর দিয়ে নৌকা নিয়ে যায় তারা।

এ নৌকা বাইচ দেখতে মাঠের চারপাশে দর্শনার্থীদের ভীড় ছিল লক্ষণীয়। করোনা আতঙ্ক আর বন্যার মাঝেও কিছুটা সময় আনন্দে কাটান গ্রামবাসী।

 

আরও পড়ুন বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে জিপিএ অসমতায় হতাশ ভর্তিচ্ছুরা

খেলা দেখতে আসা গ্রামবাসীরা বলেন, করোনাকালে মানুষজন সেভাবে বাইরে বের হতে পারেন না। তাছাড়া বন্যার পানিতে গ্রামের বেশির ভাগ এলাকাই তলিয়ে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে স্কুল মাঠও। সময় কাটাতে এবং আনন্দ উপভোগ করতেই এলাকার যুবকরা স্থানীয় ডিঙি নৌকা নিয়ে এ বাইচের আয়োজন করে। তারা যেমন উপভোগ করেছে, আমরাও তেমনি আনন্দ পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *