বশেমুরবিপ্রবিতে কৃষি বিভাগে নবনিযুক্ত চেয়ারম্যান আনিসুজ্জামান

বশেমুরবিপ্রবি টুডেঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক এইচ এম আনিসুজ্জামান।

সোমবার (০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেন।

অফিস আদেশ পত্র সূত্রে, কৃষি বিভাগের অধ্যাপক ড. এম এ সাত্তার চেয়ারম্যানের পদ থেকে অব্যহতি চেয়ে গত ২৪ অক্টোবর আবেদন করেন এবং বিশ্ববিদ্যালয় প্রসাশন কতৃক গৃহীত হওয়ায় উক্ত পদ ফাঁকা থাকা সাপেক্ষে ওই একই বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম আনিসুজ্জামান তিন বছরের জন্য কৃষি বিভাগের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন।

Scroll to Top