বশেমুরবিপ্রবির ৬ শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

বশেমুরবিপ্রবিতে ছাত্রীকে র‌্যাগিংয়ের অভিযোগ

বশেমুরবিপ্রবি টুডে


বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ে (বশেমুরবিপ্রবি) এবার এক ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হ‌য়ে‌ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রীর নাম সেজুতি সরকার শৈলী। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, র‍্যাগিংয়ের শিকার সেজুতি মানসিকভাবে অসুস্থ অবস্থায় এখন পরিবারের হেফাজ‌তে ঢাকায় চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

গত সোমবার (০২ মার্চ) ভুক্তভোগী ছাত্রী সেজুতি র‍্যাগিংয়ের শিকার হয়েছেন এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি অভিযোগ পত্র দিয়েছেন।

অভিযোগ পত্রে সেজুতি লেখেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে র‍্যাগিংয়ের নামে আমাকে মানসিলভাবে হয়রানি করা হচ্ছে। প্রথম দিনের ক্লাসেই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা, আমাদের দুপুরে খেতে না দিয়ে ক্লাসরুমে আটকিয়ে সবাইকে দাঁড় করিয়ে অপমান ও হুমকি দেয়। তারপর টানা কয়েকদিন মানসিক অত্যাচার করে। আমাকে ব্যক্তিগতভাবে আমার স্কুল,কলেজ, বেড়ে ওঠার পরিবেশ নিয়ে অপমান করে। এমন কি আমাকে বয়কট করা হয়। বড় ভাইদের সাথে পার্সোনালি দেখা না করার অপরাধে এবং ফেসবুকে রিকোয়েস্ট না পাঠানোর অপরাধে অপমানিত করা হয়। আমি এ নিয়ে মেয়ে হিসেবে বিব্রতবোধ করেছি এবং নিরাপত্তাহীনতার কারণে দুইদিন ক্লাসে যাই নি।

সেজুতি লিখিত অভিযোগে আরো জানান, বিভাগের মিঠুন অধিকারী মিঠুন অধিকারী নামে এক বড় ভাইয়ের সাথে যদি দেখা করে, ক্ষমা না চাই তাহলে আবারও আমাকে বয়কট করা হবে। এ নিয়ে বিভিন্ন ভাবে আমাকে মেন্টালি টর্চার করা হয়।

কেমন আছে বশেমুরবিপ্রবি, গানে গানে শুনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *