বশেমুরবিপ্রবিতে জুনিয়র কূটনীতিকদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন

বশেমুরবিপ্রবি টুডে


বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হল বিএসএমআরএসটিইউ ডিপ্লোম্যাটিক কনক্লেভ ২০২০। সম্মেলনজুড়ে ইউনাইটেড নেশন হাইকমিশন ফর রিফিউজি (ইউএনএইচসিআর) এই কমিটিতে অংশগ্রহন করে শিক্ষার্থীরা শেখার চেষ্টা করেছে কূটনীতি।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিভিন্ন বর্ষের প্রায় ৬০ জন শিক্ষার্থী উক্ত সম্মেলনে ডেলিগেট হিসেবে অংশগ্রহন করেন ।

এ দিনব্যাপী ১ টি কমিটি সেশন ও একটি প্লানারি সেশনে ডেলিগেটরা রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবসন নিয়ে আলোচনা করে এবং ১টি এজেন্ডা পাশ করে । কমিটির মোট ৩ জন ডেলিগেট বেস্ট ডেলিগেট, আউটস্ট্যান্ডিং ডেলিগেট, অনারারি মেনশন এওয়ার্ডে ভূষিত হন।

উল্লেখ্য, ছায়া জাতিসংঘ বা মডেল ইউনাইটেড নেশন হচ্ছে জাতিসংঘের মূল সম্মেলনের আদলে করা তরুণদের সম্মেলন, যা বিশ্বের অন্যতম যুব সম্মেলন নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *