বশেমুরবিপ্রবিতে শীতকালীন ছুটি শুরু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি


রবিবার (০৫ জানুয়ারি) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির কারণে মূলত ৩ তারিখ থেকেই অঘোষিত ছুটি শুরু হয়েছে।

ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি থাকায় ১১ জানুয়ারি শীতকালীন ছুটি শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম জানান, ‘শীতকালীন ছুটি শেষে আগামী ১২ জানুয়ারি থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমীক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।’

Scroll to Top