বশেমুরবিপ্রবিতে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে উদযাপিত হবে ‘মুজিববর্ষ’

বশেমুরবিপ্রবি টুডে


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

এ উপলক্ষে একটি প্রস্তুতি সভা রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের (আই+ওয়ান) চত্ত্বরে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বিশ্ববিদ্যালয়ের ১৭ টি সংগঠন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ,পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি পালন, ক্যাম্পাসে ১০০টি ডাস্টবিন স্থাপনসহ বেশ কয়েকটি প্রস্তাবনা গৃহীত হয়।

সভায় নিম্নোক্ত সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিল- বিএনসিসি, সিআরসি, ইন্সপারেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার, বাধঁন, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ (বিইউএমইউএনএ), উদীচী, স্পেস এন্ড ইনভাইরোনমেন্ট, রিসার্চ সেন্টার, কনজুমার ইয়োথ বাংলাদেশ, বিএসবি, ভিবিডি, উপলব্ধি, কালেরকন্ঠ শুভ সংঘ, রোভার স্কাউটস, বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব, আই+ওয়ান, বিএফএস এবং সবুজ পরিবেশ আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *