বশেমুরবিপ্রবির অনলাইন পরীক্ষা শুরু ২০ আগস্টের পর

বশেমুরবিপ্রবির অনলাইন পরীক্ষা শুরু ২০ আগস্টের পর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অনলাইন পরীক্ষা আগামী ২০ আগস্টের পর শুরু হবে। সেইসঙ্গে শিক্ষার্থীদের অবস্থানরত এলাকা থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ আগস্টের পরে যেকোনো সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু করা হবে। এজন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের অবস্থানরত এলাকা থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে শ্রেণি প্রতিনিধিদের (সিআর) মাধ্যমে নিজ বিভাগকে অবহিত করার জন্য বলা হয়েছে।

এর আগে অনলাইনে পরীক্ষার বিষয়ে নীতিমালা তৈরি করতে গত ৪ আগস্ট ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল।

এ বিষয়ে কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মো. রাজিউর রহমান বলেন, অনলাইনে পরীক্ষার বিষয়ে নীতিমালা খসড়া করে উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *