বশেমুরবিপ্রবিসাস ফটো কনটেস্ট-২০২০, প্রথম পুরস্কার ১ হাজার টাকা

বশেমুরবিপ্রবিসাস ফটো কনটেস্ট-২০২০, প্রথম পুরস্কার ১ হাজার টাকা

ক্যাম্পাস টুডে নোটিশ বোর্ডঃ করোনা ভাইরাসের কারণে সমগ্র বিশ্বের সাথে সাথে বাংলাদেশ যখন স্তব্ধ, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ, শিক্ষার্থীরা যখন হোম কোয়ারেন্টাইনে নিঃসঙ্গ জীবন অতিবাহিত করছে ঠিক সেই মূহুর্তে শিক্ষার্থীদের মানসিক ভাবে সুস্থ রাখার অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে একটি ফটো কনটেস্টের আয়োজন করা হয়েছে।

আপনার সৃজনশীল ফটোগ্রাফ এই মূহুর্তে আমাদের ঘরবন্দী একঘেয়েমি দূর করে মনের অচলাবস্থা সচল করতে পারে। তাই, আপনারা এগিয়ে আসুন আপনাদের সৃজনশীল কর্মগুলো নিয়ে।


ছবির বিষয়: নিজের ধারণ করা যেকোনো ছবি।

ছবি আপলোড করার নিয়ম:
১/ ছবির সাথে ১-২ লাইনের ক্যাপশন লিখতে হবে।
২/ ধারণকৃত ডিভাইসের নাম উল্লেখ করতে হবে।
৩/ ছবি তোলার স্থান উল্লেখ করতে হবে।
৪/ ছবি একাধিক দেওয়া যাবে না ।
৫/ প্রতিযোগীর শিক্ষা বর্ষ এবং বিভাগ উল্লেখ করতে হবে।

ছবি আপলোড করার স্থান: বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সমিতির অফিসিয়াল ফেসবুক গ্রুপে।

গ্রুপের লিংক:  (https://web.facebook.com/groups/241351713621426/)

ছবি আপলোড করার শেষ তারিখ: ৩০-০৫-২০২০, তাই দ্রুত আপনার ধারণকৃত ছবি আপলোড দিন।

১/ ছবি আপলোডের পর থেকে প্রতিযোগী সহ তার বন্ধুরা এবং গ্রুপের সদস্যরা কমেন্ট করতে পারবে। একজন ব্যক্তির কমেন্ট কে ১টি করে ভোট বিবেচনা করা হবে। একজন ব্যক্তি একাধিক কমেন্ট করলে ও তার ক্ষেত্রে ও ১টি ভোট-ই বিবেচ্য।

২/ শুধুমাত্র সাংবাদিক সমিতির অফিসিয়াল ফেসবুক গ্রুপের কমেন্ট ভোটের অন্তর্ভুক্ত । প্রতিযোগী কিংবা অন্য কারো শেয়ারকৃত পোস্টের কমেন্ট গণনা করা হবে না।

৩/ কমেন্ট এ প্রতিযোগী তার একাধিক বন্ধুকে মেনশন করতে পারবেন। এক্ষেত্রে উক্ত বন্ধুরা গ্রুপের সদস্য না থাকলে তাকে গ্রুপের সদস্য করতে “এড” দেওয়া যাবে।

৪/ অশালীন কমেন্ট করলে উক্ত কমেন্ট দাতার কমেন্ট ভোটের অন্তর্ভুক্ত হবেনা।

৫/ ৩০ মে ২০২০ রাত ১১ টা ৫৯ মিনিট এর পরের কমেন্ট ভোটের জন্য বিবেচ্য হবেনা।

প্রতিযোগীদের ক্রম নিম্নের নিয়মানুসারে সাজানো হবে:

১/ চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ হিসেবে মোট তিনজনকে পুরস্কৃত করা হবে।


পুরস্কার 

চ্যাম্পিয়ন: ক্রেস্ট এবং ১ হাজার টাকা।
ফার্স্ট রানার আপ: ক্রেস্ট এবং ৫ শত টাকা।
সেকেন্ড রানার আপ: ক্রেস্ট এবং ৫ শত টাকা।

প্রতিযোগী হওয়ার শর্ত: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী, কর্মরত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও, বশেমুরবিপ্রবি থেকে অনার্স সম্পন্ন করা শিক্ষার্থীরাও এ কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন। তবে সাংবাদিক সমিতির সাথে সংশ্লিষ্ট কেউ অংশগ্রহণ করতে পারবেন না।

কোন প্রশ্ন থাকলে সাংবাদিক সমিতির পেইজে (https://web.facebook.com/bsmrstuja/) মেসেজ করতে পারবেন।

ফটো কনটেস্টের নীতিমালা সহ যেকোন পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনের সম্পূর্ণ অধিকার বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি সংরক্ষণ করে।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *