বশেমুরবিপ্রবি: নতুন প্রক্টরের দায়িত্বে রাজিউর রহমান

বশেমুরবিপ্রবি টুডেঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে এক অফিস আদেশের মাধ্যমে তাকে প্রক্টর হিসেবে নিযুক্ত করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


 আরও পড়ুনঃ বশেমুরবিপ্রবি প্রক্টর আশিকুজ্জামানের পদত্যাগ


এর আগে বৃহস্পতিবার দুপুরে শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন বশেমুরবিপ্রবির সাবেক প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়া।

দ্য ক্যাম্পাস টুডে।

Scroll to Top