বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক রেজিস্ট্রার মো. আব্দুর রউফ।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক নিয়োগ আদেশ থেকে এ তথ্য জানা যায়।
নিয়োগ আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী মো. আব্দুর রউফকে বশেমুরবিপ্রবির চুক্তিভিত্তিক রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হলো। প্রাথমিকভাবে এ চুক্তির মেয়াদ থাকবে ছয় মাস। তবে দাপ্তরিক কাজকর্ম সন্তোষজনক হলে পরবর্তীতে এ মেয়াদ আরও বৃদ্ধি করা হবে। নতুন রেজিস্ট্রারকে ১ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট যোগদানপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।
অপেক্ষমান তালিকা থেকে ভর্তির দাবিতে অনশন ষড়যন্ত্র ও চক্রান্ত
প্রসঙ্গত, এর আগে বশেমুরবিপ্রবির চুক্তিভিত্তিক রেজিস্ট্রার ছিলেন অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ। সম্প্রতি তিনি শারীরিক অসুস্থতার জন্য অব্যাহতি চাইলে তার স্থলে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়।