বশেমুরবিপ্রবি: লেকচারার হুমায়ুনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

বশেমুরবিপ্রবি: লেকচারার হুমায়ুনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

বশেমুরবিপ্রবি টুডেঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন কৃষি বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বিদেশী ছাত্রী সুমি শিং।

বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি আবেদনপত্রে শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেন তিনি।

সুমি শিং দ্য ক্যাম্পাস টুডেকে জানান, আবেদনপত্রটি আমার লেখা, পত্রটি রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছি।

আবেদনপত্রে সুমি শিং লিখেছেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়ুন কবির কৃষি বিজ্ঞান বিভাগের ক্লাস নিতেন। ক্লাস শেষে তিনি ব্যক্তিগতভাবে আমাকে দেখা করতে বলতেন। তার ফেসবুকে ফ্রেন্ড গ্রহণ করার অনুরোধ করলে আমি তা গ্রহণ করি। তারপর তিনি সেক্সুয়াল ম্যাসেজ করতে থাকে। এতে আমি খুব বিব্রত বোধ করি। এবছরের ফেব্রুয়ারি মাসে তিনি বিয়ে করার জন্য আমাকে প্রস্তাব দিতে থাকে। এমনকি পেটে তার বাচ্চা দেয়ার প্রস্তাবও দেয়। এসব কথা শিক্ষকদের জানাতে চাইলে তিনি আমাকে বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিতে না দেয়াসহ নানাভাবে হুমকি দিতে থাকে। আমি এখন নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তায় ভুগতেছি। বিষয়টি আমি কিছুদিন পূর্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটির কাছে লিখিতভাবে জানিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির বলেন, ‘সাবেক ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা হওয়ার পরে আমি তার বিপক্ষে দাঁড়াই এবং সর্বশেষ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চক্রকে হাতেনাতে ধরি এই সব মিলিয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

এ বিষয়ে বিদেশী শিক্ষার্থীদের তত্ত্বাবধানের দায়িত্বরত ‘ইটিই’ বিভাগের সহকারী অধ্যাপক ফাতিমা খাতুন বলেন, ‘হুমায়ুন স্যারের সাথে তার যোগাযোগের বিষয়টি আমি আগে থেকেই অবগত ছিলাম। এ ব্যাপারে আমি তাকে সতর্ক করেছিলাম তবে সে (সুমি শিং) বলেছিল হুমায়ূন স্যারের পরিবারের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে।’

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দীন আহমেদ বলেন, ‘মেয়েটি আমার নিকট অভিযোগ পত্র দিয়েছে এবং তা বিশ্ববিদ্যালয় যৌন নিপিড়ন সেলে পাঠিয়ে দিয়েছি।’

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *