বশেমুরবিপ্রবি শিক্ষার্থী সনেট দাস আর নেই

বশেমুরবিপ্রবি শিক্ষার্থী সনেট দাস আর নেই

বশেমুরবিপ্রবি টুডে


কিডনিজনিত সমস্যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সনেট দাস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র সালমান রহমান।

জানা গেছে, বৃহঃস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কিডনিজনিত সমস্যার কারণে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

তার বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেন, ‘এখনও বিশ্বাস হচ্ছেনা তুই নেই। দূর থেকে একটা হাসি দিয়ে বন্ধু বলে আর ডাক দিবিনা তুই। এভাবে চলে যাবি ভাবতে খুবই খারাপ লাগছে।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, একসাথে এক বাসায় থেকেছি, আপনার বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ নাই। এত তাড়াতাড়ি হাড়িয়ে যাবেন কখনো কল্পনা করতে পারিনি সনেট দাদা।

এদিকে সনেট দাসের মৃত্যুতে বশেমুরবিপ্রবিতে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষিকাসহ তার সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীরা এমন অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment