বশেমুরবিপ্রবি: শুরু হচ্ছে অনলাইন ক্লাস

বশেমুরবিপ্রবি টুডে: অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

সোমবার (২৯ জুন) এক অনলাইন মিটিংয়ের মাধ্যমে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে কত তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু হবে, এমন তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

ক্লাস শুরুর বিষয়ে প্রত্যেক বিভাগ নিজেদের মত সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শাহজাহান।

অনলাইন ক্লাসের ব্যাপারে তিনি বলেন, “অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। কবে থেকে ক্লাস শুরু করা হবে এ বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নিবে। তবে যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করার নির্দেশ প্রদান করা হয়েছে।”.

শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে তিনি বলেন, “ক্লাস শুরু হওয়ার পর সমস্যাগুলো বোঝা যাবে এবং সমস্যাগুলো নির্ধারণ করে সেগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে সকল পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Scroll to Top