বাংলাদেশের বিপক্ষে ‘ড্র’ করে দুঃখ প্রকাশ সেনিল

খেলাধুলা টুডেঃ ভারতের জন্য যে ফলটা হতাশার। নিজেদের মাঠে পয়েন্ট খোয়ানোর জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সুনিল ছেত্রি।

সল্ট লেক স্টেডিয়ামে ভারতীয়দের বিস্ময় উপহার দিয়েছে জামাল ভূঁইয়ারা। ভারতও তাকিয়ে ছিল নিজ দেশের সর্বোচ্চ গোলদাতার দিকে।

সল্ট লেকে ভারতের নিয়মিত অধিনায়ক না থাকায় সুনিলের কাঁধে ছিল অধিনায়কত্বে ভার। তাকে কড়া মার্কিং করে খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। সফলও হয়েছে জেমি ডের দল। ১-১ গোলে ড্র করেছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচটি।

একটুর জন্য হারের বেদনায় পুড়তে হয়নি ভারতকে। ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশের। ৮৯ মিনিটে গোল করে ভারতের মান বাঁচিয়েছেন আদিল খান।

দ্য ক্যাম্পাস টুডে।

Scroll to Top