বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) এ্যাসাইনমেন্ট বিষয়ে নোটিশ | HSC BM Assignment Notice
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) এ্যাসাইনমেন্ট বিষয়ে নোটিশ | HSC BM Assignment Notice | Bangladesh Technical Education Board
তারিখ: ১৮-০১-২০২১খ্রি.
বিষয়: এ্যাসাইনমেন্ট এর মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ শ্রেণির বোর্ডের চূড়ান্ত পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রক্রিয়াকরণ প্রসঙ্গে।
সূত্র: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারক নং-৫৭.০০.০০০০.০৫২.৩৩.০০১.১৭-৩৪১, তারিখ: ২৯/১২/২০২০খ্রি. উপযুক্ত সূত্র ও বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ শ্রেণির বোর্ডে চূড়ান্ত পরীক্ষা-২০২০ গ্রহণ করা সম্ভব হয়নি।
এ্যাসাইনমেন্ট এর মাধ্যমে প্রতিষ্ঠান হতে তাত্ত্বিক চূড়ান্ত (TF) ও ব্যবহারিক চূড়ান্ত (PF) নম্বর সংগ্রহ করে ফলাফল চূড়ান্তকরণের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর নির্দেশনা রয়েছে।
এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের অর্জিত শিখনফল মূল্যায়ন করার লক্ষ্যে প্রতিটি, শুধুমাত্র তাত্ত্বিক বিষয়ের ০২ (দুই) টি এবং ব্যবহারিক সম্বলিত বিষয়ের ০২ (দুই) টি তাত্ত্বিক অংশের এবং ০১ (এক) টি ব্যবহারিক অংশেরসহ মোট ০৩ (তিন) টি করে এ্যাসাইনমেন্টের বিষয়বস্তু প্রস্তুত করে প্রতি সপ্তাহে ওয়েবসাইট লিংকে আপলোড করা হবে। এ্যাসাইনমেন্টসমূহ নিম্নে উল্লেখিত রুটিন অনুযায়ী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদান করতে হবে।
এ্যাসাইনমেন্ট লিংক : zpp.pw/hscassignment
প্রতিষ্ঠান প্রধান/শিক্ষকদের জন্য নির্দেশনা:
১। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের স্বাস্থ্যবিধি অনুসরণ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে ।
২। প্রতিষ্ঠান প্রধান সার্বিক বিষয়টি মনিটর করবেন।
৩। শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট মূল্যায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট বিষয়/ট্রেড/স্পেশালাইজেশনের শিক্ষকসহ প্রয়োজনীয় শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৪। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে প্রণীত এ্যাসাইনমেন্ট রুটিন অনুসরণ করতে হবে।
৫। প্রতিষ্ঠানে এ্যাসাইনমেন্টসমূহ জমা গ্রহনের রেকর্ড সংরক্ষণ করতে হবে।
৬। প্রতিষ্ঠানে জমাকৃত এ্যাসাইনমেন্টসমূহ বিষয়/ট্রেড/স্পেশালাইজেশনের শিক্ষক মূল্যায়ন করবেন। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা হতে নির্দেশিত পদ্ধতিতে নম্বরসমূহ বোর্ডে প্রেরণ করতে হবে।
৭। শিক্ষার্থীর লেখায় তার মৌলিক চিন্তা , কল্পনা ও সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে কি না শিক্ষক তা বিশেষভাবে লক্ষ্য করবেন।
৮। প্রদত্ত উত্তরে প্রয়োজনীয় তথ্য, ধারণা, সূত্র, ব্যাখ্যা ইত্যাদি পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।
৯। এ্যাসাইনমেন্টসমূহ পরবর্তীতে যাচাই করার লক্ষ্যে প্রতিষ্ঠানে কমপক্ষে ০১ (এক) বছর সংরক্ষণ করতে হবে।
শিক্ষার্থীদের জন্য নির্দেশনা:
১। এসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শিখনফল অর্জনই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণির পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে।
২। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। কোন অবস্থাতেই একজন শিক্ষার্থীর এ্যাসাইনমেন্টের হুবহু কপি অপর জনের এ্যাসাইনমেন্ট হিসেবে গ্রহণযোগ্য হবে না ।
৩। শিক্ষার্থীবৃন্দ সাদা কাগজে (A4 সাইজের) স্বহস্তে লিখিত এ্যাসাইনমেন্ট নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিষয়/ট্রেড/স্পেশালাইজেশনের শিক্ষকের নিকট জমা দিবে।
৪। কভার পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, বোর্ডের রোল নং, রেজিঃ নং, সেশন, শ্রেণি, বিষয়/ ট্রেড/স্পেশালাইজেশনের নাম (কোডসহ), এ্যাসাইনমেন্টের ক্রমিক নং স্পষ্টভাবে উল্লেখ করতে হবে (কভার পৃষ্ঠার নমুনা এতদসঙ্গে সংযুক্ত)।
অভিভাবকগণের প্রতি পরামর্শ:
১। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণে পরামর্শ দেওয়া।
২। শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া মূলত তাদের শিখন অর্জন যাচাই এবং কোন্ কোন্ ক্ষেত্রে শিখনের ঘাটতি হয়েছে তা নিরূপন করা। তাই শিক্ষার্থী যেন নিজ হাতে এ কার্যক্রমে অংশগ্রহণ করে সে বিষয়ে উৎসাহী করে তোলা।
৩। এ্যাসাইনমেন্ট তৈরির সময় শিক্ষার্থী যেন অন্য কারও লেখা থেকে হুবহু নকল না করে তা লক্ষ্য করা ।
৪। এ্যাসাইনমেন্ট রুটিন অনুসরণ করে শিক্ষার্থীরা যেন নির্দিষ্ট তারিখে নিজ প্রতিষ্ঠানে এ্যাসাইনমেন্ট জমা প্রদান করে তা নিশ্চিত করা।