বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু আগামী ১৫ অক্টোবর

 

ক্যাম্পাস টুডে ডেস্ক

দীর্ঘ ৬ মাস পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভার্চুয়াল বা অনলাইন ক্লাস চালু হচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এবং ভেটেরিনারি অনুষদের লেভেল-৫, সেমিস্টার-১ এর অনলাইন ক্লাস শুরু হবে।

সোমবার (১২ অক্টোবর) স্ব স্ব অনুষদীয় ডিন কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় , বর্তমানে কোভিড-১৯ এর জন্য পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা পরিষদের বিশেষ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এমন সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস অনেক আগে থেকেই চালু হলেও বাকৃবিতে তা মাত্রই শুরু হতে চলেছে। তবে শিক্ষার্থীদের কথা ভেবে দীর্ঘদিন পর হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এমন সিদ্ধান্ত নিয়েছে তাতে করে আমরা খুশি। অনলাইনের মাধ্যমে দ্রত ক্লাসগুলো নিয়ে নিলে সেশন জট আমরা মুক্তি পাব।

 

Scroll to Top