বশেমুরবিপ্রবি টুডে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ অর্থ বছরে ৫৪ কোটি ২ লাখ টাকার বাজেট বরাদ্দ হয়েছে।
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের আয় ২২ কোটি টাকা। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এবছর অনুদান পেয়েছে ৩২ কোটি ২ লাখ যা পূর্বের বছরের তুলনায় ৩৫ লাখ টাকা কম।
পূর্বের বছরের তুলনায় ২০২০-২১ অর্থ বছরে বাজেট হওয়ার কারণ জানিয়ে বশেমুরবিপ্রবির হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ সুজাউদ্দিন বলেন, ‘আমাদের পূর্বের অর্থ বছরে কিছু অর্থ অপব্যয়িত ছিলো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পূর্বের ওই অর্থের সাথে সমন্বয় করে নতুন অনুদান দেয়ায় চলতি বছরে অনুদানের পরিমাণ কম হয়েছে।’
বাজেটে বেতন বাবদ সহায়তার মধ্যে কর্মকর্তাদের বেতন ১৩ কোটি ৩ লাখ। কর্মচারীদের বেতন ৩ কোটি ৬০ লাখ। অর্থাৎ মোট বেতন বাবদ বরাদ্দ ২৮ কোটি ১২ লাখ।এ হিসাবে গত বছরের তুলনায় ৮০ লাখ বেশি।
ভাতাদি বাবদ সহায়তা ১১ কোটি ৪৯ লাখ। যা পূর্বের বছরের তুলনায় ৫৬ লাখ বেশি। মোট পণ্য ও সেবা বাবদ সহায়তা ১৯ কোটি ৩৯ লাখ।
বাজেটে গবেষণা খাতে বরাদ্দ পেয়েছে ৭৫ লাখ যা পূর্বের বছরের তুলনায় ৩৫ লাখ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া যন্ত্রপাতি, যানবাহন, তথ্য যোগাযোগ প্রযুক্তি ও অন্যান্য খাতে অনুদান পেয়েছে ৫ কোটি ৭০ লাখ।