বাটলারের ব্যাটে সিরিজ জয় ইংল্যান্ডের

 

মিনহাজুল ইসলাম


জস বাটলার ফুরিয়ে যাননি,আজ আবারও নিজের জাত চেনালেন । অজিদের বিপক্ষে ৭৭ রানের এক অপরাজিত ইনিংস খেলে দলকে টানা ২য় জয় উপহার দিলেন তিনি। এতে করে টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ তে জিতে নিলো স্বাগতিক ইংল্যান্ড। যদিও এখনো এক ম্যাচ হাতে আছে, তবে তা শুধুই এখন আনুষ্ঠানিকতা।

অনেকদিন সমালোচনার পরে, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন বাটলার। সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন টি-২০ ম্যাচ গুলোতেও। তাই ওপেনিং থেকে টম ব্যান্টনকে সরিয়ে টিম ম্যানেজমেন্টও আস্থা রেখেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যানের উপরে। উঠিয়ে এনেছেন ওপেনিংয়ে, আস্থার প্রতিদানও যথাযথভাবেই দিচ্ছেন বাটলার।

আজ অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৮ রানের টার্গেটে খেলতে নেমে, বাটলার নেন নি কোনো ঝুঁকি। ওপেনিং সঙ্গী বেয়ারস্টো গত কয়েক ম্যাচের মতনই বাজে ভাবে ফিরে গেলেও ডেভিড মালানের সাথে আবারো গড়লেন চমৎকার জুটি।

বাটলার প্রয়োজন মতন স্ট্রাইক রেট ঠিক রেখেছেন, খেলেছেন দেখেশুনে। দলীয় ১০৬ রানে মালান আউট হলে নিয়মিত বিরতিতে টম ব্যান্টন ও মরগানও ফেরত যান। তবে হাল ঠিকই ধরে রেখেছেন বাটলার।

শেষ পর্যন্ত মঈন আলীকে নিয়ে জয় তুলে মাঠ ছেড়েছেন তিনি। ১৪২.৫৯ গড়ে ৮ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৭৭ রানের এক ঝকঝকে ইনিংস উপহার দিয়েছেন তিনি, দিন শেষে তাই ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান সংগ্রহ করে সফরকারী অস্ট্রেলিয়া, অজিদের হয়ে সর্বোচ্চ ৪০রান করেন অধিনায়ক ফিঞ্চ।

Scroll to Top