বাবার সামনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশ টুডেঃ চট্টগ্রামের ফটিকছড়িতে মাছ ধরতে গিয়ে পানিতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম প্রসেনজিৎ দাশ (২০)। ফঠিকছড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফটিকছড়ির পশ্চিম বখতপুর বাইতুল হুদা মাদ্রাসার দক্ষিণে তেলপারই খালে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল আনুমানিক ৯টায় বাবার সঙ্গে প্রসেনজিৎ দাশ খালে মাছ ধরতে যায়। নৌকায় করে মাছ ধরতে বাবাকে সহযোগিতা করার সময় হঠাৎ সে নৌকা থেকে পড়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় বেলা ১টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টা খালে জাল এবং ডুব দিয়ে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে যেখানে সে পড়ে যায় তার ২০০ মিটার উত্তরে খালে তার মৃতদেহ ভেসে উঠে। স্থানীয়রা খাল থেকে লাশ উঠিয়ে বাড়িতে নিয়ে যান।

প্রসেনজিৎ দাশ জাফতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মধ্যম দাশ পাড়ার বাচা জলদাশের ছেলে। সে রাউজান গহিরা কলেজ থেকে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

দ্য ক্যাম্পাস টুডে ।

Scroll to Top