বাড়িতেই যেভাবে করোনা রোগীর যত্ন করবেন

ক্যাম্পাস টুডে ডেস্কঃ এখন সারাবিশ্বের প্রধান সংবাদ করোনাভাইরাস। প্রতিদিনই পরিচিতদের মধ্যে করোনায় সংক্রমিত হওয়ার খবর আসছে। হাসপাতালে গেলেও মিলছে না যথাযথ সেবা। রোগীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে।

এদিকে সবাই চাই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। যুক্ত হতে হবে কাজে। এসবের মধ্যে পরিবারের কেউ করোনায় আক্রান্ত হয়ে গেলে এবং হাসপাতালে ভর্তি করানো না গেলে বাড়িতেই সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

১) জ্বর, ঠান্ডা, কাশির কোনো উপসর্গ দেখা দিলে বা অসুস্থ বোধ করলে রোগীর নিজে থেকে সচেতন হতে হবে। বাথরুম আছে এমন ঘরে নিজেকে অন্য সদস্যদের থেকে আলাদা থাকতে হবে।

২) রোগীর সঙ্গে দেখা করার জন্য একজন নির্দিষ্ট মানুষ থাকলে ভালো। সামনে আসার সময় বা কথা বলার সময় অবশ্যই মাস্ক ও গ্লাভস পরতে হবে।

৩) জরুরি না হলে প্রয়োজনীয় কাজ করার সময় অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখা উচিত। যেমন, ওষুধ খাওয়ানোর সময়।

৪) রোগীর ঘর থেকে বের হয়ে অবশ্যই সাবান পানিতে বারবার হাত ধুয়ে নিতে হবে।
অথবা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

৫) শিশু বা বয়স্কদের রোগীর কাছ থেকে দূরে রাখতে হবে।

৭) রোগীর খাবার তালিকায় প্রচুর পরিমাণে পানি, মৌসুমি ফলের জুস, স্যুপ, গরম পানি, মসলা চা ইত্যাদি রাখতে হবে। কোনো রকম ঠান্ডা পানি দেওয়া যাবে না রোগীকে। মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে।

৮) শ্বাসকষ্ট হলে হাসপাতালে যোগাযোগ করতে হবে যত দ্রুত সম্ভব।

Scroll to Top