ক্যাম্পাস টুডে ডেস্ক
করোনা বিস্তারের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যেমে বাড়ি ভাড়াসহ বিভিন্ন বিল মওকুফের একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে সরকারের পক্ষ থেকে। এ ধরণের তথ্য সম্পূর্ণ গুজব বলে জানানো হয়েছে
আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচীব ইহসানুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক লোন, বাড়ি ভাড়া মওকুফ, ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে গুজবটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হচ্ছে সেটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।
আরো বলা হয়েছে, যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পড়ে। মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গৃহীত পদক্ষেপ নিজেই কিংবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।