বিচার করে দুর্নীতিবাজদের মেরে ফেলতে বললেন ঢাবির সাবেক শিক্ষক

সানজিদ আরা সরকার বিথী
ঢাবি


অধ্যাপক ড.সৈয়দ আনোয়ার হোসেন, তিনি একাধারেে গবেষক, ইতিহাসবিদ, লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক।

গতকাল সোমবার (০৬ জুলাই) মধ্যরাতে চ্যানেল আইতে সরাসরি সম্প্রচারিত ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুর্নীতি নির্মূল করতে বিচার করে প্রকাশ্যে দুর্নীতিবাজদের মেরে ফেলা উচিত।’

এ মন্তব্য করে তিনি বলেন ‘আমি মনে করি বাংলাদেশে সময় এসে গেছে এই ধরনের কাজীর বিচারের।’

তিনি ইরানের শাসক রেজা খানের সময়কার একটি ঘটনার কথাও উল্লেখ করে তিনি বলেন ‘প্রসঙ্গক্রমে আমি ইতিহাস থেকে তথ্য তুলে আনছি- ৪০ দশকের দিকে ইরানের শাসক ছিলেন রেজা খান। তখন ইরানে রাস্তাঘাট নির্মাণ হচ্ছিল। যেকোনো স্থাপনা নির্মাণ শেষ হলে রেজা নিজেই পরিদর্শন করতেন। একটি রাস্তা তৈরি হয়েছিল, বড়সড় রাস্তা।’

‘তিনি (রেজা খান) দেখতে গেছেন, প্রায় সপ্তাহ খানেক পরে। তিনি ওই রাস্তা পরিদর্শনে গিয়ে দেখেন সেখানে রাস্তার মাঝখান থেকে চিড় ধরে গেছে। যেমন কয়দিন আগের কাগজে দেখলাম (আমাদের দেশে) রাস্তায় কার্পেটিং করার দুই দিনের মধ্যে সব কিছু উঠে গেছে। এই কাজটি নিশ্চয়ই সরকারি কাজ, এটা বেসরকারি কাজ নয়।’

‘যাই হোক তিনি (রেজা খান) বললেন এটা কোন কন্ট্রাক্টর করেছে খোঁজ দাও। পরে ওই কন্ট্রাক্টরকে তিনি আমন্ত্রণ জানালেন নিজের প্রাসাদে। কন্ট্রাক্টর তো খুব খুশি, স্বয়ং বাদশা তাকে আমন্ত্রণ জানিয়েছেন। রেজা খান কন্ট্রাক্টরকে তুলে নিয়ে তিন তলার ছাদে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন আমি তো তোমার রাস্তা দেখেছি। তুমি লাফ দিয়ে পড়বে নাকি; তোমাকে আমি ফায়ারিং স্কোয়াডে মারবো। বেচারা কন্ট্রাক্টর ভাবলো লাফ দিয়ে পড়ে যদি বেঁচে যাই। কিন্তু লাফ দিয়ে পড়ে সে বাঁচেনি। এই সমস্ত করার ফলে ইরানে দুর্নীতি হয়নি। নির্মাণ সংক্রান্ত কোনো দুর্নীতির খবর এরপরে আমরা ইতিহাসে পাইনি। তো বাংলাদেশে তেমনটা করা হয় না কেন? আমরা প্রশ্ন।’

তিনি বলেন, ‘এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মানুষকে বাঁচানোর জন্য, কোটি মানুষকে বাঁচানোর জন্য একজন মানুষকে আমি হত্যা করতে পারি। এটা আমার দৃষ্টি ভঙ্গিতে। কারণ সেইভাবে পৃথিবী এগিয়েছে। তা না হলে পৃথিবী এগুতে পারে না। সেজন্য আমি মনে করি বাংলাদেশে সময় এসে গেছে এই ধরনের কাজীর বিচারের।’

ড. আনোয়ার হোসেন বলেন, ‘দেশ চালাতে হলে মানুষের প্রতি মানুষের দায়িত্ব কতটুকু। সাধারণত বলা হয় যে, কয়দিন আগে জহরলাল নেহেরুর আত্মজীবনী দ্বিতীয় বার পড়ছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে সরকার কম শাসন করে সে সরকার ভাল। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ এখানে শাসন দরকার।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একবার বলেছিলেন যারা হঠাৎ করে বড় লোক হয় তাদের থামাতে হবে। আর যারা দরিদ্র আছে তাদের একটু তুলতে হবে। আমার মনে হয় সেই কাজটি আমাদের করা হয়নি এখনো। করা উচিত। বড় লোক বলতে কালো টাকার বড় লোকদের বুঝাতে চেয়েছেন বঙ্গবন্ধু। তিনি সমাজটাকে দেখেই বুঝেছিলেন যে এই দেশে কি করণীয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *