বিচূর্ণীভবন কাকে বলে? বা বিচূর্ণীভবন কি?
উত্তর : শিলারাশির চূর্ণ-বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলে।
ব্যাখ্যাঃ সংজ্ঞা অনুযায়ী, “বিচূর্ণীভবন” শব্দটি ভূবিজ্ঞানে ব্যবহৃত একটি প্রক্রিয়ার নাম দ্যোতনা করে যেখানে শিলারাশির চূর্ণ-বিচূর্ণ হওয়া বুঝায়। এই প্রক্রিয়া মূলত ভূত্বকের উপরিভাগের পাথর বা শিলা বিভিন্ন প্রাকৃতিক কারণে যেমন- বায়ুর ক্ষয়, জলের ক্ষয়, তাপমাত্রার পরিবর্তন, জৈবিক ক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া ইত্যাদির ফলে খন্ডিত বা চূর্ণ হয়ে যায়।
এই প্রক্রিয়া ভূমির ক্ষয় ও পুনর্গঠনের একটি অংশ এবং এর মাধ্যমে পৃথিবীর ভূপৃষ্ঠের নানাবিধ ভূগোলিক ও ভূতাত্ত্বিক পরিবর্তন সাধিত হয়।