বিদেশি মুসলমানরা এবার হজে অংশগ্রহণ করতে পারবে না

করোনা ডেস্ক: সৌদি আরবের স্থানীয় মুসলমানদের  অংশগ্রহণে এবার সীমিত আকারে হজ পালন করা হবে বলে নিশ্চিত করেছে সৌদির হজ কর্তৃপক্ষ।

তবে দেশটিতে অবস্থান করা অন্যান্য দেশের মুসল্লিরাও হজে অংশ নিতে পারবেন।

গত সোমবার এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে , ১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বেরর হজপালনকারীরা হজে অংশ নিতে পারবেন না। তবে সীমিতভাবে সৌদি আরবে বসবাসকারী দেশটির নাগরিক অথবা প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে হজপালনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় প্রায় ১ লাখ ৫৫ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৩০ জন।

Scroll to Top