ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে বিদেশে বসে গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে সেইসব ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বুধবার (১৩ মে) দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে গুজব ও ভুয়া খবর প্রচারকারীদের পাসপোর্ট বাতিলের কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেয়া হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বিদেশে কারা এগুলো করছে তা নিয়ে কাজ করছি। একইসঙ্গে প্রযুক্তিগতভাবেও তা মোকাবিলা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।’
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ‘অতীতেও গুজবের ঘটনা ঘটেছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো তদন্ত করেছে। অনেককেই আইনের আওতায় এনে ব্যবস্থা নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অহেতুক গুজব যেন কেউ না ছড়ায়। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’