বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) নৃবিজ্ঞান ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাওয়ার্দী ভূঁইয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসূলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে।

জানা গেছে, বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় মেইন সুইচ বন্ধ করতে ভুলে যান ওই শিক্ষার্থী। এমতাবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন সোহরাওয়ার্দী। বাড়ির সবাই মাথায় পানি দিলে কিছুটা সুস্থবোধ করেন। পরে আবার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তার মৃত্যু হয়।

Scroll to Top