বিপাকে সৌরভের ক্রিকেট বোর্ড

ক্যাম্পাস টুডে ডেস্ক

করোনার কারনে আইপিএল (IPL 2021) আয়োজনের জন্য বিসিসিআই (BCCI) এবার ১০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দিক।

আইনজীবী বন্দনা শাহ ভারত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

করোনায় ভারতে যেখানে মানুষের মৃত্যুমিছিল চলছে, সেখানে বিসিসিআই কী করে “চোখ-কান বন্ধ করে” নিজেদের “অহঙ্কারী মানসিকতা” দেখিয়ে আইপিএল চালিয়ে গেল! এমনই প্রশ্ন তুলেছেন বন্দনা।

বোর্ডকে অবিলম্বে সকলের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বন্দনা তাঁর জনস্বার্থ মামলার নথিপত্রে সাফ উল্লেখ করে দিয়েছেন যে, শুধু ক্ষতিপূরণ বাবদই ১০০০ কোটি টাকা নয় কোভিডের স্বার্থে যেন তারা সাহায্য করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment