গবি প্রতিনিধি:
ভালোবাসার রং লাল বন্ধুত্বের রং? বন্ধু মানে বর্ণিল এক সম্পর্ক। যার কোনো সীমানা নেই। বন্ধু মানে কয়েকটি নাম। শুধু সমবয়সীরা বন্ধু, এমনও নয়! পশুপাখি, বটবৃক্ষ, অন্ধ-বোবা’রাও হতে পারে বন্ধু।
সহপাঠী, বন্ধু না
স্কুল জীবনেই বন্ধুত্বের হাতেখড়ি শুরু। এখানেই প্রথম বন্ধুত্বের পথ চলা। এ সম্পর্কের নেই স্বার্থ। ভাল লাগা থেকে কাঁধে হাত রেখে হাঁটা। এক ব্রঞ্চে বসা। টিচারের বকুনির সময় তার কথা ভাবা। এ বন্ধুত্ব আজীবনের।
কলেজ, বিশ্ববিদ্যালয়ে এসে হয় নতুন বন্ধুমহল। নয়া মানুষকে কাছে পাওয়া। তখন এদের সাথে চলে সুখ-দুঃখ ভাগাভাগি৷ বিপদে আপদে কাছে পাওয়া এবং এগিয়ে যাওয়া। এক ক্লাসে সবাই বন্ধু হয় না। বন্ধু মানে কয়েকটি নাম।
মা এক বন্ধুর নাম
মা এক অভিনেতার নাম। মা সন্তানের ভাল বন্ধু। যা বলা যায় না তাও আমরা মা’কে বলি, যা বলা যায় সে কথাটিও মা’কে বলে থাকি৷ আপনি খোকা হোন কিংবা বুড়ো মায়ের চোখে আপনি সেই শিশু। আপনি খবর নিন, না নিন তিনি আপনার খবর নিবে। মায়ের চেয়ে বড় বন্ধু আর কে হতে পারে?
সিনিয়রদের ভালোবাসা
বড়দের সাথেও আমাদের গড়ে ওঠে বন্ধুত্ব৷ সম্মান দিয়ে যাকে নিজের কথাগুলো সহজেই বলা যায়। পরামর্শ পাওয়া যায়, বিপদে পাশে দাড়িয়ে শক্তির যোগান দেয়। এ বন্ধুত্ব অমিল। মুঠোফোনে কই তুই? কেমন আছিস! এপাশে আপনি কেমন আছেন? এটিও বন্ধুত্ব। বন্ধু মানেই আপন মানুষ।
ছোট বন্ধু
সিনিয়রদের সাথে আপনার বন্ধুত্ব যেভাবে গড়ে ওঠে। সেভাবে জুনিয়রদের সাথে বন্ধুত্ব হয়। বন্ধু মানে ভালোবাসা। মনের মিল৷ মানুষটি আপনার বড় নাকি ছোট এটি বিষয় নয়। বন্ধুত্বের সীমানা নেই।
কর্মীদের বন্ধু সুলভ ব্যবহার
মামা তুমি ভাল আছো তো! কাল রাতে ক্যাম্পাসে কি হয়েছে, না হয়েছে… দেখা হওয়ার সাথে সাথে নির্ভয়ে বলা মানুষগুলো বন্ধু ছাড়া অন্য কি হতে পারে। মনের মিল ও একটু বিশ্বাস বন্ধু হতে যথেষ্ট। অর্থ, সম্মান, ধর্ম দেখে বন্ধুত্ব হয় না। আপনার বন্ধু আপনার বিপরীত প্রকৃতির। এমন বন্ধুত্বের সংখ্যাই বেশি।
শিক্ষকের বন্ধুত্ব
শিক্ষক বন্ধুর মত বন্ধু নয়। তাঁকে সম্মান দিয়ে আপনি সবকিছুই বলতে পারেন। তাঁর সাথে ঘুরতে পারেন। নিজের সমস্যার কথা অনায়াসে তাঁকে বলতে পারেন। আপনি ভুল করবেন আপনাকে বকা দিবে৷ একটু পরে আবার বুকে টেনে নিবে। এটিও একটি বন্ধুত্ব।
প্রেমিকার বন্ধুত্ব
যাকে বিশ্বাস করে নিজের জীবন তার হাতে তুলে দিয়েছেন। যাকে দিনের মূহুর্তগুলো শেয়ার করছেন। প্রতিক্ষণে পাশে পাচ্ছেন। তিনি কি বন্ধু নয়! বন্ধুত্ব থেকে ভালোবাসার শুরু। মনের মিল থেকে বন্ধুত্ব শুরু। আপনার গৃহবধূ কিংবা প্রেমিকাও আপনার ভাল বন্ধু।
শুভাকাঙ্ক্ষী মানে ভাল বন্ধু
যার সাথে আপনার ঘনঘন দেখা হয় না। কথা হয় না। পরিচয় কিভাবে কখন তাও জানা নেই৷ মানুষটির সম্পর্কেও আপনার পুরোপুরি জানা নেই৷ কিন্তু সে আপনার ভাল চায়। আপনার বিপদে আপনার পাশে থাকে। আপনার ভাল কাজে অনুপ্রেরণা দেয়। এই শুভাকাঙ্ক্ষীগুলো আপনার এক একটি বন্ধু।
শত্রুর আড়ালে বন্ধুত্ব
যে আপনার ভুল ধরবে। সেই আপনার প্রকৃত বন্ধু। দূরে থাকা মানুষগুলো কখনও আপনার ক্ষতি করতে পারে না। আপনার সকল কাজগুলো একমাত্র খুঁটিয়ে দেখবে আপনার শত্রু। শত্রুরা পেছনে থেকে আপনাকে অনুশীলন ও অনুধাবন করে। এরাও এক প্রকার বন্ধু। বন্ধুত্ব ছাড়া শত্রু হওয়া যায় না।