বিশ্ববিদ্যালয়ের মালামাল দ্বিগুণ দামে ক্রয় নিয়ে দুদকে অভিযোগ, তদন্তে কমিটি গঠন

বিশ্ববিদ্যালয়ের মালামাল দ্বিগুণ দামে ক্রয়ের অভিযোগে দুদকে মামলা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৮০০টি স্টিলের চৌকি/বেড দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় ব্যবহার অনুপযোগী সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বেড সংরক্ষণ জন্য নির্দিষ্ট স্থানে স্থানান্তর করে।

উক্ত মালামাল বাজার মূল্যের প্রায় দ্বিগুণ দামে ক্রয় করা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। এবং অভিযোগের বিষয়ে তদন্তের জন্য বশেমুরবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ইটিই বিভাগের চেয়ারম্যানকে আহবায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মোহাম্মদ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বশেমুরবিপ্রবির সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের সময়ে ক্রয়কৃত আসবাবপত্রের মধ্যে প্রায় ৮০০টি স্টিলের চৌকি দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং উক্ত মালামাল বাজার মূল্যের প্রায় দ্বিগুণ দামে ক্রয় করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে।

আরও বলা হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তের জন্য নিম্নলিখিত ব্যক্তিবর্গ সমন্বয়ে একটি কমিটি গঠন করা হল। উক্ত কমিটিকে এ বিষয়ে ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় কাজ সমাপ্ত করত: তাদের মূল্যায়ণ রিপোর্টে ভাইস চ্যান্সেলর এর নিকট সরাসরি উপস্থাপনের জন্য বিশেষভাবে বলা হল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment