বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ সহায়তা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছেঃ ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক টুডে  

করোনাভাইরাস কোভিড-১৯ এ বর্তমান বিশ্বে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে  সব দেশ কে অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

এদিকে করোনা পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে বক্তব্য রাখেন ট্রাম্প। সেখানে বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমরা বেশি অর্থ সহায়তা দিয়ে থাকি সেদিক থেকে চিনের অবদান অনেক কম। বর্তমানে স্বাস্থ্য সংস্থার কার্যক্রম আমাদের কাছে সুবিধাজনক মনে হয়নি বলপ মন্তব্য করেন তিনি। এবিষয়ে ওয়াশিংটন কে খতিয়ে দেখতে বলেছি এবং অর্থ সহায়তা আপাতত বন্ধ রাখতে ও বলেন তিনি। এছাড়াও বলেন মে থেকে সব অঙ্গ রাজ্য খুলে দিতে বলেন আর মে’র আগে কিছু অঙ্গ রাজ্য খুলতে বলেন কিন্তু এখেত্রে মত পার্থক্য আছে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টার ব্যবধানে আক্রান্ত হয়ে একদিনে ৩ বাংলাদেশি নারীসহ রেকর্ড ২ হাজার চারশো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ২৬ হাজারের বেশি মানুষ। দেশটিতে কোভিড নাইনটিনে ১’শ ৪০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

Scroll to Top