সারাদেশ টুডে
নারায়ণগঞ্জ শহরের আড়াইহাজারে বিয়ের চাপ দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্কুলছাত্রী। নাম তার মাসুদা।
মঙ্গলবার (১৪ এপ্রিল ) সকালে খবর পেয়ে গোপালদী তদন্তকেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে সোমবার রাতের কোনো এক সময় বাড়ির সবার অজান্তে নিজের শয়ন কক্ষে মাসুদা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
মাসুদা নরসিংদী সদর থানার গাজীরগাঁও এলাকার রেজাউল করিমের মেয়ে এবং ছোটবেলা থেকেই নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় নানাবাড়িতে থাকতেন।তার নানার নাম আলী হোসেন।