বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

বেরোবি টুডেঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২জন কর্মকর্তা জুয়ার মামলায় আটক থাকার দায়ে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালস্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে কর্মরত উপ-রেজিস্ট্রার মোঃ তারিকুল ইসলাম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার এস এম আব্দুর রহিমকে জুয়ার মামলায় আটক থাকার দায়ে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

প্রসঙ্গত,এবছরের ২৩ অক্টোবরব (বুধবার) রাতে মোঃ তারিকুল ইসলাম এবং এস এম আব্দুর রহিমকে রংপুর জেলার কাউনিয়া থানার পুলিশ নিজপাড়া মৌজার বাস স্ট্যান্ডের নিকটস্থটিনের ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় আটক করে পুলিশ। পরে পুলিশ কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-১৫/১৫১।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের বেরোবি প্রতিনিধি সাকীব খান।



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *