বেরোবির স্থগিত পরীক্ষা অনলাইনে শুরু ১২ আগস্ট

বেরোবি টুডেঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের স্থগিত পরীক্ষা আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২২ আগস্ট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনার কাছে হার মেনে অধ্যাপক ড.গাজী সালেহ উদ্দিনের চিরবিদায়

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা শুরু হয়ে করোনা মহামারির কারণে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরকারি নির্দেশে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল শুধুমাত্র সেসব অসমাপ্ত পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি অবিলম্বে জানানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেরোবি প্রশাসন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি নির্দেশনা মেনে গত ফেব্রুয়ারি মাসে যে সকল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল শুধু সেসকল অসমাপ্ত পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি দ্রুত জানানো হবে।

Scroll to Top